এক নজরে :
হাকিমপুর উপজেলা বর্তমানে ৪ টি ইউনিয়ন লইয়া গঠিত । এই উপ জেলার উত্তরে নবাবগঞ্জ উপজেলা উত্তর পশ্চিমে নবগঠিত বিরামপুর উপজেলা দক্ষিনে পাচবিবি উপজেলা পূর্বে ঘোড়াঘাট উপজেলা এবং পশ্চিমে পশ্চিম বংগের অন্তর ভুক্ত হিলি থানা ।.বর্তমান হাকিমপুর উপজেলা ৬৯ টি মৌজায় বিভক্ত। এই উপজেলাই মোট ৬ ছয় মাইল ভারত ও বাংলাদেশে মধ্যবর্তী সিমান্ত এলাকা । এই সিমান্ত এলাকায় একটি আন্তর্জাতিক চেক পোষ্ট অবস্থিত , যাহার নাম হিলি চেক পোষ্ট । বছরে প্রায় ৭-৮ হাজার লোক এই পথে ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়ত করে।
এক নজরে বিএমডিএ, হাকিমপুর জোন, দিনাজপুর দপ্তরের কার্যক্রম
উপজেলার নাম:: হাকিমপুর
আয়তন: ২১২৮৮ হেক্টর
ইউনিয়ন::০৩ টি
পৌরসভা: ০১ টি
চাষযোগ্য জমি: ৮৩৭১ হেক্টর
১। সেচযন্ত্র:
(ক) গভীর নলকূপ স্থাপন: ৪৪ টি
গভীর নলকূপের মাধ্যমে সেচ এলাকা উন্নয়ন: ১১৫৪ হেক্টর
উপকার ভোগী কৃষকের সংখ্যা: ১৪৮৩ জন
(খ) গভীর নলকূপ পূণর্বাসন: ০০৬ টি
গভীর নলকূপের পাম্পঘর নির্মান ও মেরামত : ০৬ টি
(গ) গনকূ পরিচালনায় ডিজিটাল প্রি-পেইড মিটার স্থাপন: ৪৪ টি
গনকূ পরিচালনায় কৃষক পর্যায়ে ডিজিটাল প্রি-পেইড মিটারের স্মার্ট/ইউজার কার্ড সরবরাহ:২১৫ টি
২। সেচের পানি বিতরণের জন্য ভূ-গর্ভস্থ সেচনালা নির্মাণ : ৩৩.৬০ কিঃমিঃ
৩। সেচযন্ত্র বিদ্যুতায়ন (১১ কেভি লাইন নির্মাণ) : ১০.৬৪ কিঃমিঃ
৪। সেচের গভীর নলকূপ হতে খাবার পানি সরবরাহ স্থাপনা নির্মাণ: ০৪ টি
উপকারভোগীর সংখ্যা: ১৫৩৫ জন
৫। খাস খাল/খাড়ি পূণঃ খনন : ০০ কিঃমিঃ
৬। খাস পুকুর পূণঃ খনন : ০০ টি
৭। বনায়ণ:
(ক) বনজ/ঔষধি: ০.২৯ লক্ষ
(খ) ফলদ: ০.১৩ লক্ষ
(গ) তালবীজ রোপণ: ০.৩৫ লক্ষ
৮। কৃষক প্রশিক্ষণ: ১২৬৭ জন
৯। উচ্চ ফলনশীল ধান বীজ বিতরণ: ১৯ মেঃ টন
সংযুক্তি (একাধিক)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস